Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

কালাপানিয়া ইউনিয়নের অনেক প্রখ্যাত্ব ব্যক্তিত্ব রয়েছে তার মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে।

১। রফিকুলা চৌধূরী- সাবেক সংসদ সদস্য

২। কেপ্টেন নসরুল্লাহ চৌধুরী- অবসর প্রাপ্ত নৌ কর্মকর্তা

৩। জনাব আসাদুল হক চৌধুরী (সাব মিয়া) সাবেক চেয়ারম্যান

৪। জনাব আবু সুফিয়ান, সাবেক চেয়ারম্যান

৫। তাহমিনা হক চৌধুরী- সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ জয়ীতা

৬। জনাব খায়রুল আলম চৌধুরী, সাবেক চেয়ারম্যান

 

#‎কালাপানিয়ার‬ কৃতি সন্তানেরা।
যুগে যুগে বহু মহারথীর জন্মভূমি এই কালাপানিয়া। নিম্নে উল্লেখযোগ্য কয়েকজনের নাম দেওয়া হল। ( ১৯৬২ সালের পূর্বে দুবলাপার কালাপানিয়ার অন্তর্ভুক্ত ছিল।)
১। মোল্লা মীর মইনুদ্দিন।
২। আলহাজ্ব শেখ আহমদ মিয়া (মোক্তার)।
৩। মৌলভী বশিরুল্লাহ চৌধুরী।
৪। হালিম উল্লাহ চৌধুরী।
৫। মৌলভী আমিন উল্লাহ।
৬। মাওলানা সাইদ আহমদ।
৭। কবি সাহিত্যিক এস,এম আব্দুল আহাদ।
৮। মোহাম্মাদ সেকান্দর হোসেন।
৯। এ,কে,এম রুহুল আমিন চৌধুরী।
১০। মাওলানা আব্দুল অদুদ।
ইউনিয়নের প্রখ্যাত ব্যাক্তিত্ব

 

১। ড. গোলাম মাওলা, সাবেক ভিসি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

২। আ: নোমান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার, খুলনা।

৩। ক্যাপ্টেন আবদুস সোবহান, বীর উত্তম।

৪। মো: বশিরুল আলম, সহ: প্রাথমিক শিক্ষা অফিসার।